
পাটকেলঘাটা প্রতিনিধি :
তালা উপজেলার তেরছি গ্রামে গলায় রশি দিয়ে এক কলেজ ছাত্রের আতহত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে তেরছি গ্রামের বিকাশ চন্দ্র ঘোষের একমাত্র কলেজ পড়–য়া পুত্র সুকেন্দ্র চন্দ্র ঘোষ (১৮) সবার অজান্তে মঙ্গলবার রাত ৭টার দিকে বাড়ী থেকে বের হয়। এর পর রাত সাড়ে ৯টা পর্যন্ত তাকে বাড়ীর চার পাশে খোজাখুজির এক পর্য়ায়ে পাশে আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। পারিবারিক সুত্রে জানা যায় সুকেন্দ্র ২০১৫ সালে তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় অংশ গ্রহন করে অকৃতকার্য হয়। মৃত্যকালে তার শাটের পকেটে লেখা ছিল বাবা আমি তোমাদের স¦প্ন পূরন করতে পারলাম না আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এঘটনায় তার বাবা মাকে বার বার মূর্ছা যেতে দেখা গেছে। এদিকে নিহতের সুরোতহাল রিপোট শেষে লাশ পারিবারিক ভাবে সমাধি করা হয়। তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল ইসলাম রেজা জানান পরীক্ষায় ফেল করার কারনে আতœহত্যার ঘটনা ঘটেছে। প্রাথমিক সুরোতহাল রিপোট শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় তালা থানায় ইউডি মামলা হয়েছে।