
ইব্রাহিম খলিল ও কামরুজ্জামান মোড়ল :
সাতক্ষীরার তালা উপজেলায় কাজী আবু বক্কর সিদ্দিক জনি (৩৫) নামের এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে তালা উপজেলার পাটকেলঘাটা থানার গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কাজী আবু বক্কর সিদ্দিক জনি গৌরিপুর গ্রামের কাজী আব্দুর রহমানের ছেলে। তিনি গরুর ব্যবসা করতেন।
কাজী জনির ভাই কাজী রনি জানান, রাত ১০টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয় যান জনি। তারপর রাতে সে আর ফিরে আসেনি। রাতে তাকে কে বা কারা হত্যা করে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি পাটক্ষেতে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা জনির মরদেহ পাটক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
তিনি আরও জানান, তার গলায় গামছা বাধা ছিল এবং শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে রক্ত ঝরছিল। সম্ভবত, তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর গামছা দিয়ে বেধে টেনে আনা হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সকালে ঘটনাস্থল থেকে জানান, জনির মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। হত্যাকা-ের রহস্য উন্মোচনে পুলিশ কাজ শুরু করেছে।
পুলিশ হত্যা কান্ডের ঘটনায় ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
##