
বি. এম. জুলফিকার রায়হান ::
মামার উপর অভিমান করে উপজেলার সোনাবাদাল গ্রামে জয়তী সানা (১৪) নামের এক স্কুল ছাত্রী গালাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত শনিবার বিকালে তালার সোনাবাদাল গ্রামে মামার বাড়িতে সে আত্মহত্যা করে।
জানাগেছে, পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের মানব সানার মেয়ে জয়তী সানা তালার সোনাবাদাল গ্রামে মামা সুশান্ত মন্ডলের বাড়িতে থেকে রাজাপুর ইউবিআর মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে লেখাপড়া করতো। প্রতিনিয়ত কারনে-অকারনে মামা সুশান্ত মাষ্টার জয়তীকে গালমন্দ করায় শনিবার বিকালে সে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রোববার সকালে তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু অজ্ঞাত কারনে পুলিশ লাশের ময়না তদন্তে না করায় এদিন পাইকগাছায় নিয়ে জয়তীর লাশ দাহ্ করা হয়। এদিকে, বিতর্কীত স্কুল শিক্ষক সুশান্ত মন্ডল প্রতিনিয়ত তার ভাগ্নি জয়তীকে শারীরিক ও মানষিক নির্যাতন চালাতো। শনিবারও সে জয়তীকে গালমন্দ করলে ক্ষোভে, অভিমানে সে আত্মহত্যা করে বলে এলাকার একটি দায়িত্বশীল সূত্রে অভিযোগ উঠেছে।
###