
মাহফুজুর রহমান মধু,পাটকেলঘাটা :
সারাদেশে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে। এ লক্ষ্যে বৃহস্পতিবার তালা উপজেলার সুপার ভাইজার ও তথ্য সংগ্রহকারীদের এক দিনের প্রশিক্ষন তালা সরকারী কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী প্রশিক্ষনে উপজেলার ২৪জন সুপার ভাইজার ও ১১৮ জন তথ্য সংগ্রহকারী কর্মশালায় অংশ গ্রহন করে। ২০০০ সালের ১লা জানুয়ারী তার পূর্বে জন্ম গ্রহন কারীদের তথ্য সংগ্রহ করা হবে। তালায় বর্তমান ভোটার সংখ্যা ২লাখ ২৩হাজার ১৮০জন। লক্ষ্যমাত্রা শতকরা সাড়ে সাত ধরে ১৬হাজার ৭৩৮ জনের তথ্য সংগ্রহ করা হবে বলে ধারনা করা হচ্ছে। ১লা জানুয়ারী ১৯৯৮ সালে যাদের জন্ম তাদের সংখ্যা হবে প্রায় ৫হাজার ৫৭৯ জন বলে জানান উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন ভোটার তালিকায় ৫হাজার ৫৭৯ জন ভোটার তাদের ভোট প্রদানের সযোগ পাবে বলে জানান। প্রশিক্ষনে প্রশিক্ষক হিসাবে জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন,কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার ফরাজি বেনজির আহমেদ,সদর উপজেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান ও তালা উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস উপস্থিত ছিলেন।