তালায় জমি জায়গা সংক্রান্ত বিরোধের জেরে আহত ২


332 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালায় জমি জায়গা সংক্রান্ত বিরোধের জেরে আহত ২
ফেব্রুয়ারি ১৪, ২০১৬ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার: শনিবার সকালে তালার খলিলনগর গ্রামে জমিজায়গা সংক্রান্ত বিরোধে ২ জন আহত হয়েছে। আহতরা একই গ্রামের মৃত আবতাব উদ্দিন মোড়লের পুত্র সাত্তার মোড়ল (৬০) ও আবু সাইদ মোড়ল(৩০)। আহতদের মধ্যে সাত্তার মোড়ল তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতর ছোট ভাই আব্দুল গফুর জানান, আমার পিতার জায়গা সকল ভাইরা সমান ভাবে ভাগ করে নেওয়ার পরও আমার সতালো ভাই আব্দুল ওয়াদুত মোড়ল, আঃ কুদ্দুস মোড়ল ও তার সঙ্গিয় হান্নান মোড়লের পুত্র জাহাঙ্গির হোসেন মোড়ল শনিবার সকালে আমার বড় ভাই সাত্তার মোড়লের ভোগদখলকৃত জমি অবৈধ্য ভাবে দাবি করে বাসের লাঠিসোটা দিয়ে পরিকল্পিত ভাবে তাকে বেধড়ক মারপিট করে। এসময় আবু সাইদ মোড়ল ঠেকাতে আসলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদেরত উদ্ধার করে।