
তালা প্রতিনিধি :
“সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে” প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে তালায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫ এর সমাপনী হয়েছে। সমাপনীতে বিভিন্ন ক্যাটাগরিতে ৬ জন সফল মৎস্য চাষীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
মৎস্য অধিদপ্তরের আয়োজনে তালা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির বাস্তবায়নে, গত ২৮ জুলাই শুরু হওয়া মৎস্য সপ্তাহ’র ৩ আগষ্ট সমাপনী হয়। মৎস্য সপ্তাহ’র সমাপনী উপলক্ষ্যে সোমবার সকালে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যানের সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলার বিদায়ী সিনিয়র মৎস্য কর্মকর্তা অমল কৃষ্ণ রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন, জেবুন্নেছা খানম ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু। উপজেলা মৎস্য অফিসার মো. হাদিউজ্জামানের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে সহকারী মৎস্য অফিসার মো. শহিদুল্লাহ, মৎস্যচাষী শেখ আনোয়ারুল ইসলাম, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান, সেলিম হায়দার, মঞ্জুরুল ইসলাম, মৎস্যচাষী অনুকূল চন্দ্র মন্ডল ও সবিতা রানী সরকার প্রমুখ বক্তৃতা করেন। সভা শেষে তালা উপজেলা সাদা মাছ চাষে সফলতা অর্জন করায় খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু এবং বাগদা চিংড়ি চাষে সফল শেখ আনোয়ারুল ইসলামকে সহ বিভিন্ন ক্যাটাগরিতে ৬ জন মৎস্যচাষীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।