
বি.এম. জুলফিকার রায়হান, তালা ::
জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) যুব জোটের তালা উপজেলা কমিটি গঠনের লক্ষে দ্বি বার্ষিক সম্মেলন শনিবার সকালে তালা ডাকবাংলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
তালা উপজেলা জাসদ যুব জোটের আহবায়ক অমল সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন, সাতক্ষীরা জেলা জাসদের যুগ্ম সম্পাদক ওবায়েদুস সুলতান বাবলু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা যুব জোটের সাধারন সম্পাদক মিলন ঘোষাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা জাসদ’র সভাপতি বিশ্বাস আবুল কাশেম, সাধারন সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক ও জাসদ ছাত্রলীগের তালা উপজেলা সভাপতি এস.এম. আব্দুল আলীম।
জাসদ নেতা আবু মুছার পরিচালনায় অন্যান্যের মধ্যে যুব নেতা এহসানুল হক, মো. ইমন ইসলাম ও গোলাম মোস্তফা প্রমুখ বক্তৃতা করেন।
সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় পরবর্তীতে কমিটি ঘোষনা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।