
মোঃ কামরুজ্জামান মোড়ল :
সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাকের ধাক্কায় এহসান (৫০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এহসান তালা উপজেলার দাতপুর গ্রামের বাসিন্দা।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খুলনাগামী একটি ট্রাক কুমিরা কদমতলা এলাকায় পৌঁছে বাইসাইকেল আরোহী এহসানকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।