
বি.এম. জুলফিকার রায়হান ,তালা
তালায় বারুইহাটি থেকে মহান্দি বাজার পর্যন্ত দীর্ঘ প্রায় ৭ কিলোমিটার ডিস লাইনের তাঁর সহ অন্যান্য যন্ত্রাংশ চুরির ঘটনায় তালা থানায় মামলা হয়েছে। ডিস লাইনের মালিক আব্দুল হালিম টুটুল থানায় মামলাটি (মামলা নং ১০/১৫) দায়ের করেন। মামলায় কোহিনুর দপ্তরী নামের এক ডিস ব্যবসায়ী সহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করা হয়েছে। তবে, পুলিশ চুরি হওয়া মামলাল উদ্ধার বা চোরচক্রকে আটক করতে পারেনি।
তালার ডিস লাইন ব্যবসায়ী প্রতিষ্ঠানÑ এশিয়া ভিশনের পরিচালক জিকু জানান, গত ১৫.০৮.১৫ ইং তারিখে গভীর রাতে উপশহরের বারুইহাটি কর্মকারপাড়া থেকে হাজরাকাঠি বাজার হয়ে মহান্দি বাজার পর্যন্ত দীর্ঘ প্রায় ৭ কিলোমিটার ডিসের অপটিক্যাল ফাইবার তার চুরি হয়। চোরচক্র এসময় নোড, এ্যামপিন্টফায়ার ও ডিসের বক্সসহ প্রায় দুই লক্ষ টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যায়। উক্ত চুরির সাথে জড়িত থাকায় উত্তরনলতা গ্রামের ফকির দপ্তরীর পুত্র কোহিনুর দপ্তরীসহ ১০/১২ জনকে আসামী করে মামলাটি দায়ের করা হয়। ডিসের উক্ত মালামাল চুরির সাথে বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরীক, কপিলমুনি বাজারের দয়াল সাধু ও তার লোকজন জড়িত। জিকু জানান, কোহিনুর ও দয়াল সাধু উভয়ে ডিস লাইন ব্যবসার সাথে জড়িত। তারা তালায় এশিয়া ভিশনের কেবল অপারেটরের ব্যবসা বন্ধ করতে বিভিন্ন সময় নানাবিধ হুমকি ধামকি প্রদান করতো। এমনকি তারা ইতোপূর্বেও বিভিন্ন এলাকা থেকে এশিয়া ভিশনের অপটিক্যাল ফাইবার তারসহ অন্যান্য যন্ত্রাংশ চুরি করে। এজন্য সেসময় কোহিনুরের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছিল। এদিকে থানায় মামলা দায়ের করার পর থেকে কোহিনুর দপ্তরী ও দয়াল সাধু গং এশিয়া ভিশনের ডিশ লাইন ব্যবসা বন্ধ করতে নানাবিধ হুমকি প্রদান করছে বলেন, জিকু জানিয়েছেন।