
বি. এম. জুলফিকার রায়হান, তালা :
সাতক্ষীরার তালায় বাল্য বিবাহ প্রতিরোধ করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় তালা শহীদ আলী আহম্মদ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে বিদ্যালয়ের ৮ম থেকে ১০ম শ্রেণির ৭০জন ছাত্রী সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধির সমন্বয়ে ৮০জন ব্যক্তির অংশগ্রহনে উক্ত সেমিনার’র আয়োজন করা হয়।
দাতা সংস্থা ফন্ডাজনি সানজিনো মিশন-ইটালী’র সহযোগীতায়, বেসরকারি সংস্থা দলিত এর আয়োজনে, দলিত এর লেটারেসি প্রকল্পের আওতায় সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন, দলিত এর শিক্ষা কর্মকর্তা ধরাদেবী দাশ।
সেমিনারে শহীদ আলী আহম্মদ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মায়া রানী নাথ, সহকারী শিক্ষক বদরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডিমিক সুপারভাইজার প্রভাস কুমার দাশ, দলিত এর টিপসি প্রকল্প ব্যবস্থাপক দেবব্রত বিশ্বাস, সিডিও নেপাল দাশ, আইটি ট্রেনার শাওন শাহা, সিডিও গোপীনাথ দাশ, সমীর দাশ, শিক্ষার্থী ফারহানা ইয়াসমিন তারিন, ফারজানা রিপা ও আফরীনা সুলতানা প্রমুখ বক্তৃতা করেন।