তালায় দলিত’র উদ্যোগে ১২০জন ছাত্রীকে উপবৃত্তি প্রদান


479 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালায় দলিত’র উদ্যোগে ১২০জন ছাত্রীকে উপবৃত্তি প্রদান
মার্চ ১৪, ২০১৮ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

বি. এম. জুলফিকার রায়হান ::
সমাজের পিছিয়ে পড়া দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠির ১২০জন মেয়ে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহনে সহায়তা প্রদানের লক্ষ্যে মাসিক উপবৃত্তি প্রদান করা হয়েছে। দাতা সংস্থা সানজিনো-ইতালী এর সহযোগীতায়, বেসরকারী সংস্থা দলিত’র আয়োজনে এবং সংস্থার টিপসি প্রকল্পের আওতায় বুধবার সকালে তালা সরকারি কলেজ হলরুমে উপবৃত্তি প্রদান ও উদ্বুদ্ধকরন সভার আয়োজন করা হয়।
দলিত’র টিপসি প্রকল্প ব্যবস্থাপক ফাহমিদা খাতুন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা রিপোটার্স ক্লাবের সদস্য সচিব বি. এম. জুলফিকার রায়হান। দলিত’র সিডিও গোপীনাথ দাস’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে দলিত’র মনিটরিং অফিসার কমল কৃষ্ণ রায়, যুক্ত হয়ে মুক্ত প্রকল্প ব্যবস্থাপক তরিকুল ইসলাম, দলিত কর্মকর্তা শাওন শাহা, মুকুল দাস এবং দলিত’র উপকারভোগী কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী ক্ষমা দেবনাথ, সুচিত্রা দাশ, সাগরীকা, খাদিজা পারভীন সোহানা, আসমা খাতুন, অনিতা দাশ ও সূবর্না সরকার প্রমুখ বক্তৃতা করেন। সভা শেষে, দলিত’র উপকারভোগী উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও পিছিয়ে পড়া জনোগোষ্ঠির ১২০জন মেয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়। এছাড়া বল্য বিবাহ রোধ, সমাজের কুসংস্কার দূরীকরন ও সু-নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার উপর উদ্বুদ্ধ করা হয়।
##