
তালা প্রতিনিধি :
তালায় বেসরকারি সংস্থা দলিত, মহেশ্বরপাশা-খুলনা এর উদ্যোগে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ৩০জন ছাত্রীকে উপবৃত্তি প্রদান করা হয়েছে। দাতাসংস্থা আয়ুতেরী আই বাম্বেনী-ইটালী’র সহযোগীতায়, দলিত’র তালা শাখার বাস্তবায়নে এবং সংস্থার লেটারেসি প্রকল্প’র আওতায় উক্ত উপবৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে “কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্রীদের মাসিক উপবৃত্তি প্রদান ও দিক নির্দেশনা মূলক” সেমিনার মঙ্গলবার দুপুরে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, দলিতের শিক্ষা সমন্বয়কারী মিসেস ধরাদেবী দাশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও ছাত্রীদের মাঝে উপবৃত্তি প্রদান করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। দলিত সিডিও উত্তম দাশের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান, দলিতের টিপসি প্রকল্প ব্যাবস্থাপক দেবব্রত বিশ্বাস, কম্পিউটার প্রশিক্ষক শাওন সাহা, সিডিও নিত্যানন্দ দাশ, ছাত্রীদের মধ্যে লিমা খাতুন, সীমা খাতুন, মল্লিকা দাশ, রাঁধা দাশ, জয়ন্তী দাশ ও রাজিয়া খাতুন প্রমুখ বক্তৃতা করেন।