
তালা প্রতিনিধি :
বেসরকারি উন্নয়ন সংগঠন দলিত- মহেশ্বরপাশা, খুলনা এর আয়োজনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ১২০ জন দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি প্রদান করা হয়েছে। দলিত এর তালা শাখার বাস্তবায়নে সোমবার সকালে এই উপবৃত্তি প্রদান করা হয়। দলিতের টিপসি প্রকল্পের আওতায় উক্ত উপবৃত্তি প্রদান উপলক্ষ্যে এক সভা স্থানীয় তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে টিপসি প্রকল্প ব্যাবস্থাপক দেবব্রত বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক জয়দেব কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান, দলিত এর আইটি শিক্ষক শাওন সাহা। দলিত এর সিডিও পলাশ দাসের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে হিসাব রক্ষক রীনা দাশ, সমীর দাশ, শিক্ষার্থী শৈব্যা মন্ডল, সাগরীকা দাশ, মৌসুমী হালদার প্রমুখ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত তালা উপজেলার ১২০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির টাকা বিতরন করা হয়।