
স্টাফ রিপোর্টার ::
তালায় বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে, সংস্থার লেটারেসি প্রকল্পের আওতায় ও দাতা সংস্থা মিশন বাম্বেনী-ইতালী’র সহযোগীতায় সাংস্কৃতিক ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে অনুষ্ঠিত দলিত স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রতিযোগীতা শেষে পুরুস্কার বিতরন অনুষ্ঠান দলিত’র শিক্ষা কর্মসূচীর প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান ও তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান। দলিত’র সিডিও বিপ্লব মন্ডল’র পরিচালনায় সিডিও নেপাল দাশ প্রমুখ বক্তৃতা করেন।
প্রতিযোগীতার প্রধান বিচারক ছিলেন, স্বপন দেবনাথ। প্রতিযোগীতায় তালা ও পাইকগাছা উপজেলার ১২টি দলিত স্কুলের ৪৮ শিক্ষার্থী অংশগ্রহন করে। এসময় স্কুল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
##