তালায় দলিত স্কুল ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত


595 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালায় দলিত স্কুল ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
জুলাই ১২, ২০১৫ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

তালা প্রতিনিধি :
বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত, মহেশ্বরপাশা- খুলনা’র আয়োজনে, সংস্থার তালা শাখার বাস্তবায়নে “দলিত স্কুল ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সমন্বয় সভা-২০১৫” রোববার সকালে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যানের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দলিত এর লেটারেসি প্রকল্প’র আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, দলিত শিক্ষা কর্মকর্তা মিসেস ধরা দেবী দাস। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জেবুন্নেসা খানম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুর রহমান। দলিত লেটারেসি প্রকল্প’র সিডিও উত্তম দাশের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে দলিত’র টিপসি প্রোজেক্টের ম্যানেজার দেবব্রত সরকার, স্পন্সরশীপ অফিসার প্রসেনজিৎ দেবনাথ, সিডিও নিত্যানন্দ দাস, নেপাল চন্দ্র দাস, উত্তম দাস, বিপ্লব মন্ডল ও সাংবাদিক জুলফিকার রায়হান প্রমূখ । সভায় তালা ও পাইকগাছা উপজেলার ১৩টি দলিত স্কুলের ৩৯জন দলিত স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দলিত স্কুলগুলো পরিচালনায় ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব, কর্তব্য এবং দলিত জনগোষ্ঠির শিক্ষার হার বৃদ্ধি সহ জনগোষ্ঠির সামাজিক মর্যাদা বৃদ্ধিতে করনীয় সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়।