
মাহফুজুর রহমান মধু, পাটকেলঘাটা :
সাতক্ষীরার তালা উপজেলায় এ বছর হাল নাগাদ ভোটার তালিকায় নতুন ভোটার হয়েছে ৯ হাজার ৬৪৩ জন । এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৯১০ জন ও মহিলা ভোটার ৪হাজার ৭৩৩ জন। তালা উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস ভয়েস অব সাতক্ষীরা ডটকমকে জানান, ১৯৯৮ সালের ১লা জানুয়ারীর পূর্বে যাদের জন্ম তাদের কেবল ছবি তোলা হয়েছে।
সূত্র আরও জানান, তালায় ভোটার বেড়েছে মোট ভোটারের ৪.৩ শতাংশ। তালা উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৩হাজার ১৯৭ জন। এ বছর মোট ভোটর থেকে মৃত্যুবরন করেছে ২হাজার ৭০৮ জন । গত ৩০ আগষ্ট ছিল হালনাগাদ ভোটার তালিকা তৈরীর শেষ দিন। শান্তি পূর্নভাবে ছবি তোলা ও ভোটার তালিকার কাজ সম্পন্ন হওয়ায় উপজেলা বাসীকে ধন্যবাদ জানান।
##
পাটকেলঘাটা থানায় মহিলাসহ ২জন আটক
পাটকেলঘাটা প্রতিনিধি :
পাটকেলঘাটায় ২জনকে আটক করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। থানা সুত্রে জানা যায় রোববার রাতে থানার পাটকেলঘাটা গ্রামের মৃত মতিয়ার রহমানের পুত্র শহিদুল ইসলাম (৪০) ও কুমিরা গ্রামের গনি মোড়লের স্ত্রী নাজমা বেগম (৩৫) কে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ । পুলিশ জানায় তাদের বিরুদ্ধে সি আর ৩৯৮/১৫ ও ৫৭/১৩ মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় আটক করা হয়েছে।