
তালা প্রতিনিধি :
সুশাসন প্রতিষ্ঠা ও স্থানীয় সরকার কাঠামো বিশেষ করে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে গঠিত সাতক্ষীরার তালা উপজেলা নারী উন্নয়ন ফোরামের এক পরামর্শ সভা বুধবার সকালে শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহায়তায় এবং স্থানীয় সরকার শক্তিশালীকরণ কার্যক্রমের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি প্রকল্পের সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক নুরুল আশেকীন। উক্ত সভায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি প্রকল্পের কর্মসূচী সংগঠক সামছুন্নাহার পারভীনসহ উপজেলা মহিলা ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।