তালায় পল্লী উন্নয়ন সংঘের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


588 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালায় পল্লী উন্নয়ন সংঘের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
জুলাই ৮, ২০১৫ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

তালা প্রতিনিধি :
তালা উপশহরের মহল¬াপাড়াস্থ স্বেচ্ছাসেবী সংগঠন পল্লী উন্নয়ন সংঘ’র আয়োজনে মাহে রমজান উপলক্ষ্যে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সংঘ’র নিজস্ব কার্য্যলয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিল উপলক্ষ্যে এক আলোচনা সভা পল্লী উন্নয়ন সংঘ’র সভাপতি মীর ফরহাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, তালা থানার ওসি মো. রেজাউল ইসলাম রেজা, তালা সদর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম এবং পল্ল¬ী উন্নয়ন সংঘ’র প্রতিষ্ঠাতা ও তালা বাজার বনিক সমিতির সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন। পল্ল¬¬ী উন্নয়ন সংঘ’র সাংগঠনিক সম্পাদক শাহ শফিউর রহমান ডানলাপ’র পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে তালা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক গাজী আব্দুল হামিদ, তালা উপজেলা শ্রমিকলীগ সভাপতি সূর্য্যকান্ত পাল, সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান, খলিলুর রহমান, ডা. জাকির হোসেন, পল্ল¬ী উন্নয়ন সংঘ’র সাধারন সম্পাদক মীর সাকিব রাজা শাহী (রাজু) সহ সংঘ’র কর্মকর্তা মীর দীদার, মীর হুমায়ন কবির, মীর বিকুল, কাজী কামেল, কাজী আবু হায়াত প্রমুখ বক্তৃতা করেন। সভা শেষে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ সৈয়দ মিরাজ হোসেন। সবশেষে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজ নেতৃবৃন্দ এবং পল্ল¬ী উন্নয়ন সংঘ’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।