তালায় পানের বরজে আগুন লেগে একটি বাগান ভুস্মিভুত


658 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালায় পানের বরজে আগুন লেগে একটি বাগান ভুস্মিভুত
মার্চ ১৯, ২০১৮ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

 

ইব্রাহিম খলিল :
সাতক্ষীরার তালায় পানের বরজে আগুন লেগে একটি পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার পান পুড়ে গেছে।

সোমবার বিকাল ৫ টার সময় তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ভাগবাহ গ্রামে এ ঘটনাটি ঘটে।

বরজ মালিক বৃন্দা দে জানান, পানের বরজে আগুন লেগে ধোঁয়া উঠতে দেখে পরিবারের লোকজনকে সাথে নিয়ে ঘটনাস্থলে যাই। এ সময় পাড়া প্রতিবেশিরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করার আগেই বাগানটি পুড়ে ছাই হয়ে যায়। তবে কি ভাবে আগুন লেগেছে তা তিনি বলতে পারেননি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, আমি মোবাইলে ঘটনাটি শুনেছি। তবে কেউ থানায় অভিযোগ করেনি।
###