
বি. এম. জুলফিকার রায়হান, তালা ::
তালা উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও হতদরিদ্র পরিবারের নারীদের সদস্যদের বাড়ির আঙ্গিনার পরিত্যাক্ত জমিতে শবজি চাষ করে স্বাবলম্বী অর্জন ও পারিবারিক আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষক প্রদান করা হয়েছে।
ফ্যামিলি ডেভেলপমেন্ট ফর টিলড্রেন উইথ স্পন্সরশীপ প্রোগ্রামের আওতায় ওয়ার্ল্ড কর্নসার্ন বাংলাদেশ উক্ত প্রশিক্ষনের আয়োজন করেন।
গত বুধবার দিনব্যাপী গোনালী জ্যোতি শিশু নিকেতন চত্বরে প্রশিক্ষন প্রদান করেন, প্রোগ্রাম ম্যানেজার জেমস কোরাইয়া, শিক্ষা সুপারভাইজার স্বপন কস্তা, রনজিৎ দাশ ও শশাঙ্ক দেবনাথ। এসময় উপকারভোগী ২৫জন নারী সহ স্বেচ্ছা সেবক পবিত্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
###