তালায় পিকআপ ও ট্রাকের মুখোমুুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ জন নিহত


530 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালায় পিকআপ ও ট্রাকের মুখোমুুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ জন নিহত
মার্চ ২১, ২০১৮ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

বি এম জুলফিকার রায়হান/অমিত কুমার ::
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার ভৈরবনগর মোড়ে পিক-আপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় জন পিকআপ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত হয়েছে আরো সাত জন যাত্রী। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে ভৈরবনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিয়াপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে আশিকুজ্জামান (১২) তার মেয়ে মিম (৩) তার মা আকলিমা খাতুন (৫৫), নুর বানু (৫০), সাইদুর রহমান (৩৫) ও সাব্বির হোসেন (৫)। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরার কালিগঞ্জ থেকে একটি মিনি পিক-আপ ভাড়া করে মনিরুজ্জামান ও তার নিকট ১৫/১৬ জন আত্মীয় খুলনায় গিয়েছিলেন তার এক আত্মীয়ের জানাজার নামাজে। ফিরে আসার পথে সাতক্ষীরার তালা উপজেলার ভৈরবনগর মোড়ে পৌছালে খুলনাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছয় জন নিহত ও সাত জন আহত হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ঘটনাস্থলেই ছয় জন নিহত হওয়ার খবর নিশ্চিত করে জানান, লাশগুলো উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের ও একই হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।
###