
তালা প্রতিনিধি : জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দূর্বৃত্তরা উপজেলার গোনালী গ্রামের কৃষক উদয় দাশের পানের বরজে হামলা চালিয়েছে। দু’টি পান বরজের সকল টানা তার কেটে দেবার পর পান বরজের চাল ভেঙ্গে মাটিতে লুটিয়ে পড়ায় পান গাছ নষ্ট হয়ে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এতে করে দরিদ্র কৃষক নি:স্ব হয়ে পথে ওঠার উপক্রম হয়েছে।
ক্ষতিগ্রস্থ কৃষক উদয় দাশ জানান, তার নিজ কৃষি জমি না থাকায় এলাকার জামির হোসেন গাজী এবং মশিয়ার রহমান সানার কাছ থেকে গোনালী এবং হরিশ্চন্দ্রকাঠি বিলের পৃথক স্থানে প্রায় ৩ বিঘা জমি বাৎসরিক চুক্তিতে গ্রহন করে। উক্ত জমি থেকে দুই স্থানে প্রায় আড়াই বিঘা জমিতে পান চাষ করে। তিনি সহ তার দু’ পুত্র সারাদিন উক্ত পান বরজে কাজ করে অভাবের সংসারে একটু স্বাচ্ছন্দ নিয়ে আসেন। এরইমধ্যে নিজ বাড়ির সামনে থেকে ৬ কাঠা জমি কেনার পর থেকে এলাকার একটি মহলের সাথে বিরোধ সৃষ্টি হয়। এনিয়ে ওই মহলটি প্রতিনিয়ত উদয় দাশ সহ তার পরিবারের সদস্যদের বিভিন্ন ক্ষতি সাধন, হামলা, গ্রাম থেকে তাড়িয়ে দেয়া এবং নি:স্ব করে দেবার হুমকি দিত। এই হুমকির জের ধরে এলাকার দূর্বৃত্তরা বৃহস্পতিবার এবং শুক্রবার পরপর দুই রাতে হামলা চালিয়ে উক্ত পান বরজ দুটি কেটে এবং ভেঙ্গে তছনছ করে দেয়। একমাত্র আয়ের উৎস্য পান বরজ দু’টি ভেঙ্গে গুড়িয়ে দেয়ায় দরিদ্র কৃষক উদয় দাশ নি:স্ব হয়ে পড়েছে। এবিষয়ে থানায় মামলা দায়ের করা হবে বলে জানাগেছে।