
বি. এম. জুলফিকার রায়হান, তালা (সাতক্ষীরা)
উপজেলার সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ এবং তালা শিশু তীর্থ স্কুলের দু:স্থ শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে।
সোমবার সকালে প্রাইম ব্যাংক সাতক্ষীরা শাখা উক্ত দুটি স্কুলের ১৫০জন শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তরন পরিচালক শহিদুল ইসলাম কম্বল বিতরন উদ্বোধন করেন।
কম্বল বিতরনকালে উপস্থিত ছিলেন, প্রাইম ব্যাংকের সাতক্ষীরা শাখা ম্যানেজার কেএম নাজমুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা মো. আমজাদ হোসেন, মো. মাহবুবুর রহমান, আলমগীর হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক স্বদেশ কুমার মল্লিক, শহিদুল ইসলাম, শিশু তীর্থের প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, উত্তরণ কর্মকর্তা কাইায়ুম আজাদ, ওবায়দুল হক পলাশ ও শম্ভু চৌধুরী প্রমুখ।
কম্বল বিতরন শেষে উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ এর জন্য একটি অডিটরিয়াম ও একটি লাইব্রেরী স্থাপনের দাবী জানালে প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ দাবী বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।