
বি. এম. জুলফিকার রায়হান ::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী তালায় পালিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, এউপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে তালা উপজেলা মহিলা বিষয়কর কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ আব্দুল আওয়াল। অনুষ্ঠান শেষে তালার ৬ জন দুঃস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।