
বি. এম. জুলফিকার রায়হান ::
দলিত নারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তালা সদর ইউনিয়নে বাংলাদেশ দলিত নারী পরিষদ এর কমিটি গঠন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ) ও উন্নয়ন সহযোগী মানুষের জন্য ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে এউপলক্ষ্যে এক সভা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ৩টায় খানপুর টিউশন প্রোগ্রাম স্কুলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, দলিত প্রতিনিধি রতœা বেগম। ফিল্ড ফ্যসিলিটেটর বাহারুল ইসলামের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে প্রোগ্রাম সমন¦য়কারী ফারজানা কবির প্রমুখ কার্যক্রম সম্পর্কে বক্তৃতা করেন।
সভায় ৩৩ জন দলিত নারী প্রতিনিধির অংশগ্রহনে সুন্দরী দাস কে সভাপতি, নাজমা খাতুনকে সহ সভাপতি, সবিতা দাসকে সাধারন সম্পাদক, বিসুকা দাসকে সাংগঠনিক সম্পাদক ও সুচিত্রা দাসকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৩০ সদস্য বিশিষ্ট তালা সদর ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, তালা উপজেলার তালা সদর, তেঁতুলিয়া ও খলিলনগর ইউনিয়নে ডিইএফ’র উদ্যোগে “পাওয়ার” প্রোগ্রাম বাস্তবায়িত হচ্ছে। এই প্রোগ্রামের মধ্যদিয়ে স্থানীয় পর্যায়ে নারীর অধিকার সংরক্ষণে নারী নেতৃত্ব তৈরী করা, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে নিজ উদ্যোগে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করার সক্ষমতা বাড়ানো এবং জেন্ডার সমতা নিশ্চিতকরণে মানবাধিকার, নারী নির্যাতন রোধ, নারী ও কন্যা শিশুর জন্য প্রয়োজনীয় সরকারী আইনগত সেবা ও স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতন হিসেবে প্রতিষ্ঠিত হবে।