
বি. এম. জুলফিকার রায়হান::
তালায় ইজিবাইকের ব্যাটারি চার্জ দেবার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিকাশ দাশ (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তালা হাসপাতালে তার মৃত্যু হয়।
সে উপজেলার নেহালপুর গ্রামের গোবিন্দ দাশের ছেলে।
গ্রাম প্রতিবেশী মাধব দাশ ও শেখ লাভলুর রহমান জানান, বিকাশ দাশ কখনও ভাড়াচালিত মোটরসাইকেল আবার কখনও ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে। বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে তার ইজিবাইকের ব্যাটারি চার্জ করার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় এলাকার লোকজন তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
তালা থানার ওসি মো. মেহেদী রাসেল বিকাশের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাবার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।