
মাহফুজুর রহমান মধু, পাটকেলঘাটা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন অঞ্চলে হিন্দু সমপ্্রদায়ের অরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মদিন পালন উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় পাটকেলশ্বরী কালিমন্দির থেকে বিশাল র্যালি বের হয়ে পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালির উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এসময় উপস্থিত ছিলেন সরুলিয়া ইউনিয়ান আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, গোবিন্দ সাধু, তাপস কাশ্বপী সহ র্যালিতে বিভিন্ন স্কুল কলেজ গামী ছাত্র ছাত্রী শিক্ষক ও হিন্দু সমপ্রদায়ের শতশত নারী পুরুষ উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার ইসলামকাটি, কুমিরা, মির্জাপুর, তেতুলিয়া, খলিলনগর, গোপালপুর এলাকায় অনুরুপ র্যালি বের হয়।