
তালা প্রতিনিধি :
তালার বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মুক্তি ফাউন্ডেশনের পারফেক্ট প্রকল্পের আওতায়, দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় বুধবার সকাল ১০টায় উপজেলার মাগুরা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে কর্মশালার আয়োজন করা হয়।
যুব কর্মশালায় সভাপতিত্ব করেন, মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ঘোষ। প্রধান অতিথির বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আয়ুব আলী।
পারফেক্ট প্রকল্পের সমন্বয়কারী প্রসাদ সরকার এর সঞ্চালনায় মর্যাদায় গড়ি সমতা শীর্ষক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করে বক্তৃতা করেন, মুক্তি ফাউন্ডেশনের পারফেক্ট প্রকল্পের মনিটরিং অফিসার মো. রফিকুল ইসলাম।
কর্মশালায় অন্যান্যের মধ্যে ইউপি সদস্য আব্দার বিশ্বাস, মুক্তি ফাউন্ডেশনের পারফেক্ট প্রকল্পের হিসাব রক্ষক উত্তম কুমার ঘোষ, অংশগ্রহনকারীদের মধ্যে তানজিলা ও রাসেল বক্তৃতা করেন।
শেষে মর্যাদায় গড়ি সমতা শীর্ষক কুইজ প্রতিযোগীতা ও প্রতিযোগীতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
উক্ত কর্মশালায় স্থানীয় ইউপি সদস্যা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, যুবক ও যুবতীদের সমন্বয়ে ৩৯ জন ব্যক্তি অংশগ্রহন করেন।