
তালা প্রতিনিধি :
আন্তর্জাতিক অভিভাসন সংস্থা আইওএম এর আয়োজনে এবং বেসরকারি সংস্থা রুপান্তরের বাস্তবায়নে তালায় মানব পাচার প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা সোমবার সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্রে এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ডাক্তার, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সমন্বয়ে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের সমন্বয় সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম জাহিরুল হাসান। আইওএম এর প্রজেক্ট এ্যাসিসটেন্ট শুভ্র প্রকাশ দে’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, তালা সদর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক এস.এম. লিয়াকত হোসেন, মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আয়ুব আলী, ইসলামকাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জন রায়, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিয়াজান আলী মোড়ল, তালা হাসপাতালের ডাক্তার আবু সাঈদ রিপন, শাহারুল ইসলাম, রাজিব সরদার, তানভীর হাসান, বন্যা দাশ, হাসানুজ্জামান, হাসপাতালের ক্যাশিয়ার মো. হাফিজুর রহমান, তৃতীয় শেণি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মীর মহাসিন হোসেন, রফি আহমেদ. উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম, বি.এম. জুলফিকার রায়হান, খান নাজমুল হুসাইন, ইউপি সদস্যা ফরিদা পারভীন ও রূপান্তর কর্মকর্তা মো. খলিলুর রহমান প্রমুখ। সভায় পাচারের শিকার মানুষদের স্বাস্থ্য বিষয়ক সেবা প্রদান, পাচার প্রতিরোধে প্রচার-প্রচারনা বৃদ্ধি সহ সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।