
বি. এম. জুলফিকার রায়হান ::
তালা উপজেলার কানাইদিয়া রথখোলা গ্রামের মানষিক প্রতিবন্ধী মেয়ে টুম্পা খাতুন (১৭) প্রায় দু’ মাস নিখোজ রয়েছে। তাকে খুঁজে পেতে তার পিতা ওয়াজেদ আলী সকলের সহযোগীতা কামনা করেছেন।
হতদরদ্রি ও অসহায় পিতা ওয়াজেদ আলী জানান, গত ১০ নভেম্বর সকালে টুম্পা বাড়ী থেকে বের হয়ে অদ্যবদী ফিরে আসেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করেও তার কোনও সন্ধান পায়নি।
মানষিক প্রতিবন্ধী টুম্পার উচ্চতা প্রায় সাড়ে চার ফুট এবং গায়ের রং শ্যামলা। বাড়ি থেকে চলে যাবার সময় তার পরনে ছাপা লাল রংয়ের সালোয়ার ও কামিজ ছিল। টুম্পা প্রায় সময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং তাঁর নাকের উপর একটি লাল-কালো দাগ রয়েছে। এ ব্যাপারে টুম্পার পিতা ওয়জেদ আলী গাজী তালা থানায় একটি সাধারণ ডায়েরী (১৮৮ তাং- ০৫/০১/২০১৯ইং) করেছে। যদি কোনও ব্যক্তি টুম্পার খোজ পান তবে ০১৭২৭-৪৩০৭৩৩ নং মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য অসহায় পরিবারের পক্ষ থেকে জোর অনুরোধ জানানো হয়েছে।
###