তালায় মায়েদের মধ্যে ভাতা প্রদান


480 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালায় মায়েদের মধ্যে ভাতা প্রদান
আগস্ট ২, ২০১৫ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

বি,এম.জুলফিকার রায়হান,তালা :
তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, দরিদ্র মা’দের জন্য মাতৃত্বকালিন ভাতা প্রদান কর্মসূচীর আওতায় মায়েদের ভাতা প্রদান করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে ৫দিনের প্রশিক্ষন প্রাপ্ত তালা সদর মডেল ইউনিয়নের ৪৯জন মা’কে রোববার সকালে এই ভাতা প্রদান করা হয়। উইমেন জব ক্রিয়েশন সেন্টার এর বাস্তবায়নে মায়েদের প্রশিক্ষন শেষে ভাতা প্রদান উপলক্ষ্যে এক সভা, তালা সদর মডেল ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা সদর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুর রহিম মলঙ্গী, রেবেকা বেগম ও সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মোছা. আলোয়া খাতুন, তালা সদর মডেল ইউনিয়ন পরিষদের সচিব রেহেনা খাতুন, নেয়ামত ও বাহারুলসহ উপকারভোগী মায়েরা উপস্থিত ছিলেন।