
বি. এম. জুলফিকার রায়হান ::
প্রতি বছরের ন্যায় এবারও এসএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখেছে- তালার ঐতিহ্যবাহী মাধ্যমিক স্তরের নারী শিক্ষা প্রতিষ্ঠান “তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়”। চলতি বছর (২০১৮) অত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় ১০১জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করেছে ৯০জন। পাশকৃত ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন ছাত্রী। এছাড়া, এ গ্রেড পেয়েছে ২৭ জন, এ- (মাইনাস) পেয়েছেন ১৫ জন এবং অন্যান্য গ্রেডে ৩২ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছে। এবার বিদ্যালয়ের গড় পাশের হার ৯০%।
এব্যপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম জানান, স্কুলের ১৭ টি শিক্ষক পদের মধ্যে মাত্র ১০ জন শিক্ষক রয়েছে। তারপরেও শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টার ফলে পূর্বের বছরের ন্যায় অত্র বিদ্যালয় ভাল ফলাফল অর্জনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে । তিনি অতিদ্রুত শিক্ষক সংকট সমাধানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
##