তালায় শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা বিদ্যালয়ে সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগীতা


617 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালায় শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা বিদ্যালয়ে সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগীতা
মার্চ ১৩, ২০১৮ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

বি. এম. জুলফিকার রায়হান ::
তালাস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা- সাস’র উদ্যোগে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় স্বাধিনতা দিবস উপলক্ষ্যে মাসব্যপী সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচী পালিত হচ্ছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও সাস’র যৌথ অর্থায়নে, সাস’র “জাগিয়া উঠিল প্রাণ” স্লোগানকে সামনে রেখে উক্ত কর্মসূচীর ধারাবাহিকতায় তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা বিদ্যালয়ে ২দিন ব্যপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
২দিন ব্যপী অনুষ্ঠিত প্রতিযোগীতার সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন উপলক্ষ্যে এক অনুষ্ঠান মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহফুজা বেগম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্। স্বাগত বক্তৃতা করেন, সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। শিক্ষক শফিকুল ইসলাম’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাস কর্মকর্তা মো. শাহ আলম, প্রোগ্রাম অফিসার গাজী শামীম হোসেন মিঠু, ফোকাল পার্সন আব্দুস সালাম ও স্বেচ্ছাসেবক রাজিবুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। এর আগে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে ২৪টি ইভেন্টের উপর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে এসময় পুরস্কার বিতরন করা হয়।

###