
বি. এম. জুলফিকার রায়হান ::
উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান- জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের শিক্ষার মানোন্নয়ন ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা বিষয়ক এক মতবিনিময় সভা সংশ্লিষ্ট বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জাতপুর সমকাল ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতপুর সমকাল ফাউন্ডেশনের সভাপতি ও উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও অত্র স্কুলের প্রাক্তন ছাত্র মো. রফিকুল ইসলামের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ও জাতপুর সমকাল ফাউন্ডেশনের সম্পাদক মো. আলমগীর হোসেন। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা থানার অফিসার ইনচার্জ মো. হাসান হাফিজুর রহমান, খুলনা বিএল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সামছুন্নাহার, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মো. মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, জাতপুর বাজার কমিটির সভাপতি এসএম কামাল হোসেন, জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন-সম্পাদক মির্জা আতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি মো. ইকবাল হোসেন, তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি সরদার মশিয়ার রহমান, কলেজ শিক্ষক অধ্যাপক হাসেম আলী ফকির, রেজাউল করিম, ভূমিজ ফাউন্ডেশন পরিচালক অচিন্ত্য সাহা, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নার আশা, মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ঘোষ, শিশুতীর্থ’র প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন এবং এজেডিপি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ সরদার প্রমুখ। এসময় সমকাল ফাউন্ডেশন এর কর্মকান্ড বৃদ্ধি, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়ত প্রদান ও শিক্ষার মান উন্নয়ন এর উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
###