
ইব্রাহিম খলিল ::
সাতক্ষীরার তালায় সাত বছর বয়সি একটি শিশু কন্যাকে ধর্ষন করেছে আপন চাচা। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ধর্ষক চাচা।
রোববার দুপুরে তালা উপজেলার উত্তর নলতা গ্রামে এ ঘটনটি ঘটে। ধর্ষিতা শিশুটিকে দেখতে সন্ধ্যায় সাতক্ষীরা সদর হাসপাতালে যান পুলিশ সুপার সাজ্জাদুর রহামান।
ধর্ষিতার পিতা জানান, তার কন্যকে ফুসলিয়ে উত্তর নলতা গ্রামের নজরুল ইসলামে ছেলে বাহারুল ইসলাম পার্শ্ববর্তী একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে ধর্ষন করে। তার আত্মচিৎকারে প্রথমে তার মা ঘটনাস্থলে গেলে ধর্ষক তাকে ফেলে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে সাতক্ষীরা তালা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার সাইফুল্লাহ আল কাফি জানান, শিশুটিকে ধর্ষন করা হয়েছে। তার অতিরিক্ত রক্তক্ষরন হচ্ছে। অপারেশনের জন্য তাকে ওটিতে নেওয়া হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ধর্ষনের ঘটনা জানার পর ধর্ষকের বাড়িতে পুলিশ কয়েক দফা অভিযান চালিয়েছে ধর্ষককে গ্রেফতারের জন্য। ধর্ষক স্ব-পরিবারে বাড়ি ছেড়ে পালিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।
##