তালায় সাস’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


608 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালায় সাস’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
জুলাই ৭, ২০১৫ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

তালা প্রতিনিধি :
তালাস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা সাস’র আয়োজনে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল মঙ্গলবার সন্ধ্যায় সাস এর নিজস্ব কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিল উপলক্ষ্যে এক আলোচনা সভা সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর পরিচালক শেখ ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান। সাস কর্মকর্তা মো. শাহ আলম এর পরিচালনায়, সভায় অন্যান্যের মধ্যে সাস এর উপদেষ্টা ও তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, উপজেলা কৃষি অফিসার মো. সামছুল আলম, প্রফেসর শেখ আব্দুল মালেক, প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রদীপ মজুমদার, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন, জেবুন্নেছা খানম, তালা বাজার বনিক সমিতির সভাপতি, সাংবাদিক মীর জাকির হোসেন, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী ও সাস কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ বক্তৃতা করেন। সভা শেষে রোজাদারদের সম্মানে ইফতার এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সাতক্ষীরা এবং তালার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজ নেতৃবৃন্দ এবং সাস’র স্টাফগন উপস্থিত ছিলেন।