
বি. এম. জুলফিকার রায়হান, তালা
বুধবার রাত পৌনে ৮টার দিকে খুলনা-পাইকগাছা সড়কে তালা উপজেলার তেঁতুলিয়া মোড়লপাড়া এলাকায় রাস্তার ধারের গাছের ডালের আঘাতে ইয়াছিন আলী (২৬) নামের এক বাসযাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে, বাসের ছাদে থাকা আরও দুই যাত্রী। এ ঘটনায় তালা থানা পুলিশ বাসটিসহ বাসের হেলপারকে আটক করেছে।
বাসের যাত্রী কয়রা উপজেলার খেপলা আমাদী গ্রামের মো. হারুন জানান, বুধবার বিকালে খুলনার জিরো পয়েন্ট থেকে তিনিসহ আরও ২০/২৫ জন ব্যক্তি পাইকগাছা যাবার জন্য বাস হেলপারের নির্দেশে বাসের ছাদে ওঠে। পথিমধ্যে চুকনগর বাজারে ইফতার করার পর বাসটি দ্রুতগতীতে পাইকগাছায় যাচ্ছিল। পথিমধ্যে তালার তেঁতুলিয়া এলাকায় পৌছলে এই ঘটনা ঘটে। এবিষয়ে তালা থানার ওসি মো. রেজাউল ইসলাম রেজা জানান, খুলনা থেকে পাইকগাছাগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-চ-৫৬৩২) বাসের ছাদে ও ভিতরে অতিরিক্ত যাত্রী নিয়ে পাইকগাছা যাচ্ছিল। পথিমধ্যে তালার তেঁতুলিয়া মোড়লপাড়া এলাকায় পৌছলে রাস্তার পাশের একটি গাছের ডালের সাথে বাসের ছাদে অবস্থারত যাত্রীদের ধাক্কা লাগে। এসময় বাসের যাত্রীরা ছাদ থেকে পড়ে আহত হয় আশাশুনি উপজেলার লাউতাড়া গ্রামের মোজাফ্ফর আলীর পুত্র ইয়াছিন আলী (২৬), খুলনার কয়রা উপজেলার খেপলা-আমাদী গ্রামের হাতেম গাজীর পুত্র হান্নান গাজী (৩০) এবং পাইকগাছা উপজেলার ধামরাইল- চাঁদখালী গ্রামের মৃত. হান্নান গাজীর পুত্র রেজাউল করিম (৫৫)। তাদেরকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন আলীকে মৃত্যু ঘোষনা করে।
পুলিশ বাসটি সহ বাসের হেলপার তরিকুল ইসলাম (২০) কে আটক করেছে।