তালায় হাত ধোয়া কর্মসূচী অনুষ্ঠিত


525 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালায় হাত ধোয়া কর্মসূচী অনুষ্ঠিত
জুলাই ২৮, ২০১৫ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

তালা প্রতিনিধি :
নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলি, সুস্থ্য থাকি সবাই মিলে, সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করি, রোগ-জীবানু মুক্ত জীবন গড়ি এই শ্লোগানকে সামনে রেখে তালায় হাত ধোয়া কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে তালা উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। জাতীসংঘ’র কৃষি ও খাদ্য সংস্থা (এফএও) এর আয়োজনে এবং মিল্ক ভিটার সহযোগীতায় কর্মসূচী বাস্তবায়ন হয়। মঙ্গলবার সকালে তালার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসুচী পালন শেষে, তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচীর আয়োজন করা হয়। বিদ্যালয়ের এসএমসি সভাপতি মীর মহাসিন হোসেন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এফএও এর বাংলাদেশের জাতীয় পরামর্শক মো. নাসিম আলী মন্ডল। শিক্ষক ও ক্রীড়া ধারাভাষ্যকার শেখ মো. জাহাঙ্গীর এর সঞ্চলনায় কর্মসূচীতে অন্যান্যের মধ্যে এফএও এর বাংলাদেশ পর্যবেক্ষক মি. এন্ড্রুইন, এফএও এর প্রোগ্রাম কর্মকর্তা কারিশা চাকমা, তালা উপজেরা লাইভষ্টক অফিসার মো. তৈয়েবুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম, প্রধান শিক্ষক শেখ জামাল উদ্দীন, মিল্ক ভিটার প্রোগ্রাম সমন্বয়ক মো. হামিদুল ইসলাম, তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সদস্য ও জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, শেখ শরফুদ্দীন, সালমা মিতালী ও সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান প্রমুখ বক্তৃতা করেন। কর্মসূচীতেÑ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের সু-স্বাস্থ্য রক্ষার্থে তাদের খাওয়ার পূর্বে ও পরে এবং টয়লেট ব্যবহারের পর পরিস্কার পানিসহ সাবান দিয়ে ভাল করে হাত ধোয়ার উপর প্রদর্শন করা হয়। এছাড়া সকল শিক্ষার্থীদের মাঝে একটি জীবানু নাশক সাবান ও হাত মোছার তোয়ালেসহ হ্যান্ড ব্যাগ বিতরন করা হয়। এসময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। পরে তালার মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুরুপ কর্মসূচী অনুষ্ঠিত হয়।