
বি. এম জুলফিকার রায়হান ::
তালা থানা পুলিশ উপজেলার দেওয়ানিপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী ২টি তক্ষক সহ পিতা ও পুত্রকে আটক করেছে। বুধবার গভীর রাতে এসআই মনিরুজ্জামানেন নেতৃত্বে পুলিশ নিজ বাড়ি থেকে তাদের আটক করেন। আটককৃতরা হলেন, দেওয়ানীপাড়া গ্রামের মৃত মোসলেম বিশ্বাসের
ছেলে রেজাউল বিশ্বাস (৫০) ও তার ছেলে জিয়াউর বিশ্বাস (২২)।
থানা সূত্রে জানা গেছে, বুধবার (২৫ মে) রাত ১ টার দিকে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রেজাউল বিশ্বাসের বাড়িতে অভিযান চালান। এসময় তল্লাশি চালিয়ে বাড়ির সিড়িরুম থেকে খাচায় আটক ২টি তক্ষক উদ্ধার হয়। এঘটনায় পুলিশ রেজাউল বিশ্বাস ও তার ছেলে জিয়াউরকে আটক করেন।
বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে খুলনার বন্যপ্রাণী
ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য ও মৎস্য বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরী থানায় আসেন। তাঁদের আইনী পরামর্শের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি নেয়া হয়। শুক্রবার সকালে ধৃতদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে বলে সূত্র জানিয়েছে।
এদিকে উক্ত তক্ষক উদ্ধারের ঘটনার পর থেকে চক্রের সাথে জড়িত একাধিক ব্যক্তির বিরুদ্ধে নানান তথ্য বেরিয়ে আসে। তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করার কথা জানান বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগন।