তালায় ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা


801 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালায় ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা
মার্চ ৩১, ২০১৮ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

বি. এম. জুলফিকার রায়হান ::
তালার শাহাপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে হাত, মুখ বেঁধে ধর্ষনের চেষ্টা করা হয়েছে। এতে স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে। ঘটনায় তালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার দুপুরে উপজেলার শাহাপুর গ্রামের এক বাগানের মধ্যকার খালের মধ্যে।
স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন সরদার জানান, তার ওয়ার্ড’র খানপুর গ্রামের পিছিয়ে পড়া সম্প্রদায়ের এক শিশু কন্যা (১২) শনিবার দুপুরে স্কুলের মধ্যহ্ন বিরতীর সময় পাশ্ববর্তী এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে নিজ স্কুলে ফেরার সময় পথিমধ্য থেকে শাহাপুর গ্রামের শহর শেখ এর লম্পট পুত্র সিরাজ শেখ (২১) ওই শিশু ছাত্রীকে জোর পূর্বক ধরে নিয়ে পাশের বাঁশ বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে নিয়ে অপর এক সহযোগীর সহায়তায় ছাত্রীর হাত মুখ বেঁধে ধর্ষনের চেষ্টা চালায়। কিন্তু ঘটনার সংবাদ পেয়ে ছাত্রীর পিতা ধ্রুত ঘটনাস্থলে পৌছলে সিরাজ সহ অপর লম্পট শিশুকে অজ্ঞান অবস্থায় ফেলে পালিয়ে যায়।
এব্যপারে তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান জানান, ধর্ষন চেষ্টার সংবাদ পেয়ে লম্পট সিরাজ শেখকে ধরার জন্য অভিযান চালানো হচ্ছে। এছাড়া ভিকটিমের কাছ থেকে বিস্তারিত শুনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

###