
বি. এম. জুলফিকার রায়হান, তালা ::
বাংলাদেশ ছাত্রলীগ- সাতক্ষীরা জেলার তালা উপজেলা শাখার আংশিক কমিটি গঠিত হয়েছে। গঠিত কমিটিতে তালা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহবাহক শেখ সাদী সভাপতি এবং ছাত্রলীগ নেতা মো. মশিউর আলম সুমন সাধারন সম্পাদক হয়েছেন।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম রেজা ও সাধারন সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান রোববার সন্ধ্যায় যৌথ স্বাক্ষরে উক্ত কমিটির অনুমোদন করেন।
জেলা ছাত্রলীগ সূত্রে জানাগেছে, তালা উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষনা করে সংগঠনকে গতিশীল করার জন্য আগামী ১ বছরের জন্য অত্র কমিটির অনুমোদন দেয়া হয়।
এদিকে, নব-গঠিত তালা উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটির সভাপতি শেখ সাদী ও সাধারন সম্পাদক সুমনকে বিভিন্ন সংশ্লিষ্ট সংগঠন সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
##