
বি.এম. জুলফিকার রায়হান ::
ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন “তালা ব্লাড ব্যাংক” এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তালায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকালে র্যালী শেষে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ইন্দ্রজিৎ দাস বাপী, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম, জেলা যুব মৈত্রির সভাপতি মফিজুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায় ও শ্রমিকলীগ সভাপতি শফিউর রহমান ডানলাপ।
ব্লাড ব্যাংকের অ্যাডমিন এস.এম. নাহিদ হাসান বাবু’র পরিচালনা এসময় সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, স্বেচ্ছাসেবী সংগঠন সহানুভূতি’র সভাপতি আব্দুল আলীম, ব্লাড ব্যাংকের অ্যাডমিন অসিম রায়, সৌমেন মজুমদার, আব্দুল্লাহ আল মামুন সৈকত, সেখ নজরুল ইসলাম, জি. এম. ইমদাদুল হক পলাশ ও অর্ঘ ঘোষ সহ সাংবাদিক এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
প্রসঙ্গত, মুমুর্ষ রোগীর প্রাণের টানে, এগিয়ে আসুন রক্তদানে- স্লোগানকে সামনে রেখে তালায় ২০১৮ সালের ১০ অক্টোবর তালা ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত হয়।