
বি. এম. জুলফিকার রায়হান ::
তালার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান- তালা মহিলা ডিগ্রি কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা সভা কলেজ’র প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এম.এ. কাশেম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাস পরিচালক শেখ ইমান আলী ও তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি সরদার জাকির হোসেন। শিক্ষক গাজী আসাদুজ্জামান’র পরিচালনায় এসময় অন্যানের মধ্যে উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, শিক্ষক নন্দী দিপংকর, নিলুফার বানু, আবু হাসান, আসরারুল হক, বৈদ্য সুকুমার, সাংবাদিক আব্দুল আলীম, শিক্ষার্থী ফারহানা ইয়াসমিন, মাহবুবা ফেরদৌস দোলা, ধৃতি মন্ডল, মনিষা কর ও নুসরত জাহান প্রমুখ বক্তৃতা করেন। এসময় কলেজের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা হিসেবে পরীক্ষার উপকরন প্রদান করা হয়। উল্লেখ্য, চলতি বছর তালা মহিলা ডিগ্রি কলেজ থেকে ২৩৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে।