তালা রিপোর্টার্স ক্লাবের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


482 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালা রিপোর্টার্স ক্লাবের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মার্চ ২১, ২০১৮ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

বি. এম. জুলফিকার রায়হান, তালা ::
তালার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন- তালা রিপোর্টার্স ক্লাবের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে।
১৯৯৬ সালের ২০ মার্চ তালার প্রকৃত সাংবাদিকদের এক গুরুত্বপূর্ন সময়ে তালা রিপোর্টার্স ক্লাব প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (২০ মার্চ) বিকালে তালা ডাকবাংলা চত্বরে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।
তালা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে, আলোচনা সভায় সভাপতিত্ব করেন, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলাহাজ্ব মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মো. রফিকুল ইসলাম।
রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মো. আব্দুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বরেন্য বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, এম. ময়নুল ইসলাম, অধ্যাপক এম. এ. গফ্ফার, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, তালা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, খলিশখালী ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক সাংবাদিক সমীর দাস, জেএসডি’র কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, জনতা ব্যাংক তালা শাখা ব্যবস্থাপক মো. শাহিনুর রহমান, তালা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি পি.এম. গোলাম মোস্তফা, কার্য নির্বাহী কমিটির সদস্য প্রভাষক এস. আর. আওয়াল, তালা উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ সাদী, শ্রমিকলীগ সভাপতি আব্দুল জব্বার, সাধারন সম্পাদক শফিউর রহমান ডানলাপ, মাওলানা তাওহিদুর রহমার, অমল সেনও শমূয়েল সরকার শান্ত প্রমুখ। সভার শুরুতে স্বাধিনতা যুদ্ধের মহান শহীদ ও প্রয়াত সাংবাদিকদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে ১মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। এছাড়া পৃথক ৩টি ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় ৩জন গুনি ব্যক্তিকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
তালা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন, মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম, সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তালা রিপোর্টার্স ক্লাব’র প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক গাজী হাবিবুর রহমান শিমু এবং সাহিত্য ও সাংবাদিকতায় এ.কে. মহিউদ্দীন। মরহুম ব্যক্তিদের পরিবারের সদস্যরা উক্ত সম্মাননা গ্রহন করেন। অপরদিকে ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপরক্ষ্যে অতিথিবৃন্দ একটি কাটেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন এলাকার জনপ্রিয় শিল্পিদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

###