
তালা প্রতিনিধি :
তালার বেসরকারি উন্নয়ন সংস্থা ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে তালা সদর ইউনিয়ন অন্ত্যজ পরিষদের সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগীতায়, ভূমিজ ফাউন্ডেশন সভা কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। অন্ত্যজ নেত্রী অমেলা দাসের সভাপতিত্বে, সভায় তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের উপদেষ্টা প্রভাষক লক্ষ্মন চন্দ্র রায়, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বি.এম. জুলফিকার রায়হান, ভূমিজ ফাউন্ডেশনের কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহেল হাদী, মশিউর রহমান, তকোবর আলী, অন্ত্যজ নেত্রী মমতা হালদার, অপুরানী, প্রতিমা সরকার, কৃষ্ণা সরকার, মনিমালা ও রোকেয়া বেগম প্রমুখ বক্তৃতা করেন। সভায় সমাজের পিছিয়ে পড়া দরিদ্র ও অন্ত্যজ সম্প্রদায়ের মানুষের খাস জমি পাওয়ার নিশ্চয়তা, সরকারি বিভিন্ন সেবার প্রপ্যতা নিশ্চিত করন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও জীবন মানের উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া, সুজনশাহা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক অন্ত্যজ ছাত্রীকে জাতীগত হেয় করার ঘটনায় নিন্দা জ্ঞাপন করা হয়। এসময় অন্ত্যজ পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।