
তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা সহকারি সেটেলমেন্ট অফিসে দূর্ণীতি-অনিয়ম, দালাল দৌরাতœবৃদ্ধিসহ নানান অভিযোগে ডিবি পুলিশের একটি দল বুধবার বেলা দুইটার দিকে সেটেলমেন্ট অফিসে অভিযান চালায়।
এ সময় সেটেলমেন্টের মুহুরী মোসলেম ও সাইদুরসহ দালাল শওকত ও মামুনকে আটক করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক জানান, সেলেমেন্টে দালালিসহ জমির দলিল জালিয়াতির আভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।