
অনলাইন ডেস্ক ::
আফগানিস্তানে একটি সামরিক ঘাঁটিতে তালেবানের গাড়ি বোমা হামলায় ১০০ জনেরও বেশি নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।
সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ময়দান ওয়ারডাকে এ হামলা চালায় তালেবান। খবর রয়টার্সের
কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন বলেন, সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় ১২৬ জন মারা গেছেন। এদের মধ্যে আটজন বিশেষ কমান্ডো।
বিস্ফোরণের পর দুইজন বন্দুকধারী সামরিক ঘাঁটিতে প্রবেশ করে এবং বহু আফগান সৈন্যকে গুলি করে হত্যা করে।
বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।