তিন দফা দাবীতে সাতক্ষীরায় জাতীয় মৎস্যজীবি সমিতির মানববন্ধন কর্মসূচী পালন


469 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তিন দফা দাবীতে সাতক্ষীরায় জাতীয় মৎস্যজীবি সমিতির মানববন্ধন কর্মসূচী পালন
ডিসেম্বর ৭, ২০১৫ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আলতাফ হোসেন বাবু :
বিগত বিএনপি, জামাত জোট সরকারের আমলে অবৈধ চিংড়ী মহাল ঘোষণা বাতিল করে জলমহাল গুলো বর্তমান সরকার ঘোষিত জাল যার, জলা তার নীতিমালায় পূনঃস্থাপন করার দাবীসহ  ৩দফা দাবী আদায়ের লক্ষ্যে সাতক্ষীরায় জাতীয় মৎস্যজীবি সমিতির মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। জাতীয় মৎস্যজীবি সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সোমবার বেলা ১২টায় সাতক্ষীরা আশাশুনী সড়কে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানব বন্ধন কর্মসূচী পাীলত হয়। জেলা জাতীয় মৎস্যজীবি সমিতির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিকলীগ নেতা শেখ হারুণ অর রশিদ, সাংবাদিক অসীম চক্রবর্তী, আশাশুনী উপজেলা জাতীয় মৎস্যজীবি সমিতির সভাপতি অনিল কৃষ্ণ মন্ডল, সাংগঠনিক সম্পাদক তপন অধিকারী, তালা উপজেলা সভাপতি গনেশ বর্মন, শুনিল কুমার বর্মন, নিতাই চন্দ্র মন্ডল, রেবতী রানী প্রমুখ। মানব বন্ধনে বক্তারা বিগত বিএনপি, জামাত জোট সরকারের আমলে অবৈধ চিংড়ী মহাল ঘোষণা বাতিল করে জলমহাল গুলো বর্তমান সরকার ঘোষিত জাল যার, জলা তার নীতিমালায় পূনঃস্থাপন করার দাবী জানান। এছাড়া  জলমহালে অবৈধ বাঁধ, নেট,পাটা অবিলম্বে অপসারণ এবং মেয়াদ উত্তীর্ণ গৌরাঙ্গকুমার খাল জলমহাল প্রাক্তন ইজারা দারের নামে খাস কালেকশন বন্ধ করে জলমহাল নীতিমালায় হস্তান্তর করার দাবী জানান। সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে  আধাঘন্টা যাবত মানব বন্ধন শেষে জেলার কয়েকশ মৎস্যজীবি নারী-পুরুষ মিছিল সহকারে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যেয়ে জেলা প্রশাসক মারফত প্রধান মন্ত্রী এবং ভূমি মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।