
স্টাফ রিপোর্টার :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাগুরায় সন্ত্রাসী হামলায় একজন আহত হয়েছেন। আহতের নাম রবিউল ইসলাম(৩৮)। তিনি সদরের মাগুরা গ্রামের তাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম।
আহত রবিউল ইসলাম জানান, সাতক্ষীরা পিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অগ্রগতি সংস্থার আয়োজনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা ভাড়া দেওয়া ডেকরেটর মালামাল খুলে তার পাওয়ার টিলার যোগে মঙ্গলবার সন্ধায় মাগুরায় বাড়ি নেওয়ার পথে, মাগুরা মোল্যা বাড়ির মোড় সংলগ্ন কালভার্টের উপর পাওয়ারটিলার থামিয়ে রবিউল ইসলাম ডেকোরেটরের মালামাল নামাতে থাকে, এসময় কৈখালী গ্রামের নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম এবং মৃত দেছার আলীর ছেলে আনারুল ইসলাম রাস্তার উপরে রেখে কাজ করার কৈফিয়ত করে। এক পর্যায়ে রবিউল ইসলামকে ধরে রফিকুল এবং আনারুল রবিউলের বামপায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে গুরুত্ব জখম হয়। আহতের আত্ম চিৎকার শুনে স্থানীয় লোকজন রবিউলকে উদ্ধার করে, সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।