
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম প্রধানমন্ত্রীর কাছে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়ে বলেছেন, তেল-গ্যাসের দাম না কমালে দেশের ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে। গ্যাসের দাম ৩৭.৩৯ পার্সেন্ট বেড়েছে দাবি করে তিনি তেল-গ্যাসের দাম কামানোর এ দাবি জানান।
জাতীয় সংসদে গতকাল মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে এ দাবি জানান তিনি। হাজী সেলিম বলেন, ‘দাম কমানো না হলে বিদেশি মালে দেশ ভরে যাবে। তেলের দাম কম থাকায় পার্শবর্তী দেশ চীন থেকে কম দামে উৎপাদিত মালামাল এসে দেশের বাজার সয়লাভ হয়ে যাবে। দেশের ব্যবসায়ীরা টিকতে পারবে না। ব্যাংকের সুদ না দিতে পেরে ব্যাংক ঋণ খেলাপী হয়ে যাবে। দেশের ইন্ডাষ্ট্রি নষ্ট হয়ে যাবে।’–সুত্র:-বাংলাদেশ প্রতিদিন